চট্টগ্রাম মেয়রের উদ্যোগে নগরীর পাঁচ স্পটে করোনা বুথ

Date:

Share post:

ডেস্ক নিউজ : করোনা নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা রক্ষায় ফ্রিতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রাপ্তি নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীর ৪১টি চসিক মেয়রের উদ্দ্যোগে স্থাপন করা হচ্ছে করোনা বুথ।

এরই ধারাবাহিকতায় আজ (৩০ মে) সকালে নগরীর বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে করোনা বুথ স্থাপনের এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেোপলিটন পুলিশ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত
ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, মেয়রের বক্তিগত সহকারী মো.মোস্তাফা কামাল চৌধুরী দুলাল ও সহকারী ইসপেক্টর অধির চৌধুরী, কামাল উদ্দিন, সাবেক মহানগর ছাত্রলীগনেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ, মোরশেদ আলম, হোসাইন আহমেদ রুবেল, মো. জাহেদ, মামুনুর রশীদ, গোবিন্দ দত্ত, মো. রতন চৌধুরী প্র

করোনা বুথ স্থাপনকালে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে করোনা বুথ স্থাপন করা হচ্ছে।

সাধারণত পথ চলতি মানুষ অসাবধনতা বশত মাস্ক পরিধান ছাড়াই বিভিন্ন কাজে ঘর থেকে বের হন। এতে নিজে ্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

আবার সমাজের বিত্ত শ্রেণির কাছে মাস্ক পরিধান ও নিয়মিত
সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা বাড়তি ব্যয়। যে কারণে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা রক্ষায় ফ্রিতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রাপ্তি নিশ্চিতে ি ওয়ার্ডে এই করোনা বুথ স্থাপন করা হচ্ছে।

তিনি আশা করেন নিজেরা সচেতন হয়ে মাস্ক পরিধান করে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হবেন। তবে প্রয়োজন ছাড়া অহেতুক ঘুরাঘুরি না করলে াস্থ্য
ঝুঁকির সম্ভাবনা কম।

একইদিনে নগরীর আরো ৪টি স্পটে আজ স্থাপন করা হয় এ করোনা বুথ। অন্য স্থানগুলো হলো চিটাগাং শপিং কমপ্লেক্স, ার চক পার মার্কেট, সার্কিট হাউজ ও সিটি কর্পোরেশন শাহ আমানত সুপার মার্কেট।

এসব বুথে হ্যান্ড মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’ হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে”...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই)...

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৮২, সকালে ২৩ জনকে হত্যা

গাজায় গত রাতভর ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ জন অত্যন্ত...

‘মাসুদ আমার মৃত্যুর জন্য তুমি দায়ী’— ইডেনের সাবেক ছাত্রীর নোট

"তুমি চেয়েছো আমি মরে যাই, আর তুমি জগৎ সংসারে ভালো থাকো। আমি এখন পোকা মারার বিষ খাবো। আমার...