ডেস্ক নিউজ : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা রক্ষায় ফ্রিতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রাপ্তি নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীর ৪১টি চসিক মেয়রের উদ্দ্যোগে স্থাপন করা হচ্ছে করোনা বুথ।
এরই ধারাবাহিকতায় আজ (৩০ মে) সকালে নগরীর বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে করোনা বুথ স্থাপনের এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত
ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, মেয়রের বক্তিগত সহকারী মো.মোস্তাফা কামাল চৌধুরী দুলাল ও সহকারী ইসপেক্টর অধির চৌধুরী, কামাল উদ্দিন, সাবেক মহানগর ছাত্রলীগনেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ, মোরশেদ আলম, হোসাইন আহমেদ রুবেল, মো. জাহেদ, মামুনুর রশীদ, গোবিন্দ দত্ত, মো. রতন চৌধুরী প্রমুখ।
করোনা বুথ স্থাপনকালে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে নগরীর ৪১টি ওয়ার্ডে করোনা বুথ স্থাপন করা হচ্ছে।
সাধারণত পথ চলতি মানুষ অসাবধনতা বশত মাস্ক পরিধান ছাড়াই বিভিন্ন কাজে ঘর থেকে বের হন। এতে নিজে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
আবার সমাজের নিম্নবিত্ত শ্রেণির কাছে মাস্ক পরিধান ও নিয়মিত
সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা বাড়তি ব্যয়। যে কারণে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও জীবন জীবিকা রক্ষায় ফ্রিতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রাপ্তি নিশ্চিতে প্রতি ওয়ার্ডে এই করোনা বুথ স্থাপন করা হচ্ছে।
তিনি আশা করেন নগরবাসী নিজেরা সচেতন হয়ে মাস্ক পরিধান করে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হবেন। তবে প্রয়োজন ছাড়া অহেতুক ঘুরাঘুরি না করলে স্বাস্থ্য
ঝুঁকির সম্ভাবনা কম।
একইদিনে নগরীর আরো ৪টি স্পটে আজ স্থাপন করা হয় এ করোনা বুথ। অন্য স্থানগুলো হলো চিটাগাং শপিং কমপ্লেক্স, চকবাজার চক সুপার মার্কেট, সার্কিট হাউজ ও সিটি কর্পোরেশন শাহ আমানত সুপার মার্কেট।
এসব বুথে হ্যান্ড মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রয়েছে।