হালদায় ‘ডিম’ ছেড়েছে মা মাছ

Date:

Share post:

ডেস্ক নিজ : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রার হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ।
বুধবার (২৫ মে) দিনগত রাত একটার পর মা মাছ ডিম ছাড়ে। এর ের দিন মঙ্গলবার রাতে হালদা থেকে নমুনা ডিম সংগ্রহ ক জেলেরা।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, বুধবার দিনগত রাত একটার পরপরই হালদায় মা মাছ ডিম ছেড়েছে। নোয়াহাটসহ বিভিন্ন ান থেকে কয়েকজন জেলে জানিয়েছেন, তারা ডিম সংগ্রহ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিম ছাড়ার আগে মা-মাছ অনুকূল পরিবেশ আছে কি না তা যাচাই করতে অতি সামান্য পাণ ডিম নমুনা হিসেবে ছাড়ে। মঙ্গলবার রাতেই সেটাই ছেড়েছে।

চট্টগ্রাম ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ সেন্টারের সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদায় এবার খুবই কম পরিমাণে ডিম ছেড়েছে মা মাছ। হালদা পাড়ের জেলেরা ৩৪৩টি নৌকা করে ডিম সংগ্রহ করেছেন।

নয়াহাট এলা ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন, রাত ১টা থেকে ডিম পাওয়া শুরু করেছেন। এ পর্যন্ত ৩-৪ কেজি ডিম আহরণ করতে পেরেছি।
বাছির মিয়া নামোর এক ডিম সংগ্রহকারী জানিয়েছেন, আজিমের ঘাটা থেকে তিনি ডিম সংগ্রহ করেছেন। এর আগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আা ‘নমুনা ডিম’ সংগ্রহ করেছি।

জানা গেছে, হালদা নদীর হাটহাজারী ও রাউজান অংশের আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনা ও সত্তার ঘাট অংশে ডিম সংগ্রহ শুরু করেছে জেলেরা।

হালদা নদী থেকে ২০১৮ সালে ২২ হাজার কেজি এবং ২০১৯ সালে ১০ হাজার কেজি ডিম আহরণ করা হয়। আর ২০২০ সালে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...