মোঃ আনোয়ার হোসেন
ধুনট(বগুড়া)প্রতিনিধি
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ধুনট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ মে) সকাল ১১ টার দিকে ধুনট প্রেসক্লাবের উদ্যোগে ধুনট বাজার ডাচ্ বাংলা ফাস্ট ট্রাক এর সামনে ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ধুনট প্রেসক্লাবের,নির্বাহী সদস্য ও দৈনিক প্রথম আলোর ধুনট প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি রেজাউল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, গোলাম ওহাব, আফতাব হোসেন, সাংবাদিক অপূর্ণ রুবেল, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, রাসেল মাহমুদ, জাহিদুল ইসলাম, জহুরুল মল্লিক, তারিকুল ইসলাম, আব্দুল হামিদ, ফরহাদ হোসেন, প্রভাষক মোকছেদুল হাসান ফারুক, ফটোগ্রাফার প্লাবন আমিন, আশিক মাহমুদ, শাহরিয়ার সুমন, শিক্ষার্থী কেএম রাব্বি, জিন্নাহুর রহমান রাকিব ও ব্যবসায়ী মিষ্টার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত। সাংবাদিক রোজিনার উপর দেওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার তাকে মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।