ডেস্ক নিউজ: জামিনে মুক্তি পেয়েছেন কারাগারে থাকা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদরিস আলী।
তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন।
গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যায় ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক, নারীনেত্রী লুসি খানের ১ কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।