ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরী ৮৮ জন এবং উপজেলায় ৩৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ২৯ জনে। এদের মধ্যে মারা গেছেন ৫৮৮ জন।
বুধবার (১৯ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিন চট্টগ্রামের আটটি ল্যাবে ১ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১২৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৬ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনার পজিটিভ শনাক্ত হয়েছে।