সাইফুল ইসলাম,
শরীয়তপুর প্রতিনিধি:
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই আজ জননেত্রী শেখ হাসিনার জন্ম ,
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাগ্যের সাথে বাংলাদেশের মানুষের ভাগ্য জড়িত।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করে শুধু বাংলাদেশের মানুষের সেবাই করে চলছেন।
বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের সখিপুরের চরভাগা, কাঁচিকাটা, গৌরাঙ্গ বাজার, দুলারচরসহ বিভিন্ন এলাকায় ট্রলারে করে ঘুরে ঘুরে ও বাড়ি বাড়ি গিয়ে শাড়ি-লুঙ্গি, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
মহামারি করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে। করোনার কারণে দেশের কোনো মানুষ না খেয়ে মারা যায় নি। দেশের মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার,কোনো ষড়যন্ত্রই তাঁকে পিছু হটাতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। করোনার কারণে দেশের কোনো মানুষ না খেয়ে মারা যায় নি। দেশের মানুষের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার।