সাইফুল ইসলাম
শরীয়তপুর প্রতিনিধি
দেশের মহামারী করোনা ভয়াবহ পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও পানিসম্পদ উপমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জননেতা এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয় এর সার্বিক
সহযোগিতায় সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে একাধিক কৃষকের পাশে ছাত্রলীগকে দেখা যায় । ছাত্রলীগ ধান কেটে ও মাড়াই করে বাড়ি পৌছে দিলেন।এ বিষয়ে সখিপুর থানা ছাত্রলীগের কর্মিদের কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান,দেশে করোনার মহামারির কারনে সারা দেশে লক ডাউন কৃষকরা ফসল ঘরে তুলতে পারছেন না।দেখা দিয়েছে জনশক্তির অভাব।তাই কৃষকের পাশে থেকে আমরা তাদের ফসল ঘরে তুলে দিব।সারাদিন রোজা রেখে আমরা কৃষকের ফসল কেটেছি।তার পড়েও আনন্দ লাগছে দেশের এই ক্লান্তি লগ্নে কৃষকে পাশে থাকতে পেরে। সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল এর নেতৃত্বে একাধিক কৃষকের সোনালী ফসল কাটার উদ্যোগ নেয়া হয়।
তিনি সাংবাদিকদের জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ কর্মিদের কৃষকের পাশে থেকে ধান কেটে সহযোগিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন।এর ধারাবাহিকতায় আমরা সখিপুর থানার একাধিক কৃষকের জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছি।কৃষকরা তাদের পাকা ধান কাটতে হিমসিম খাচ্ছিলো।করোনার প্রকোপের কারনে সারা দেশে লকডাউন তাই সময় মত শ্রমিক পাওয়া যাচ্ছিলো না।শুধু ধান কাটা নয় ছাত্রলীগ দেশের ক্লান্তি লগ্নে সবার পাশে ছিলো থাকবে।এ সময় আরো উপস্থিত ছিলেন সখিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান সহ ছাত্রলীগের কর্মিরা।
এ বিষয়ে কৃষকের কাছে জানতে চাইলে সাংবাদিকদের বলেন,ছাত্রলীগ কৃষকের জন্যে যে অবদান রেখেছেন তা মাইলফলক হয়ে থাকবে। এই মহামারীর সময় ছাত্রলীগ যদি পাশে না দারাতো হয়তো সোনার ফসল মাঠে পরে থাকত।কৃষক তখনই আনন্দ পায় যখন তার ঘরে সোনালী ফসল উঠে।এ জন্য দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।