মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইলে বাদল (৫০)নামে এক পাইকারি পলিথিন ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন ও ক্যামিক্যাল রাখায় ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১এপ্রিল) বিকালে নান্দাইল বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাদলের দোকান থেকে ৪ টন নিষিদ্ধ পলিথিন এবং বিপুল পরিমাণ ক্যামিক্যাল জব্দ করে গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
র্যাবের এ এসপি বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। তার গোডাউন থেকে ৪ টনের বেশি পলিথিন যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা এবং আইসক্রিম তৈরির কৃত্রিম নারিকেল ও মিষ্টিতে ব্যবহৃত হয় এমন কেমিক্যাল পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.এরশাদ উদ্দিন বলেন, বাদল নামে এক ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন এবং ক্যামিক্যাল রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড বৃদ্ধি পাবে।
এর আগে একই ধরনের অপরাধের জন্য তাকে সাজা দেওয়া হয়েছিল। এ অভিযানে র্যাব-১৪ ও নান্দাইল থানা পুলিশ সহযোগীতা প্রদান করেন।