ঠাকুরগাঁও সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪২ হাজার নগদ টাকাসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন।
গতকাল সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সদর থানার ওসি মো. সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মাদক কারবারি কীভাবে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হতে পারেন। বিষয়টির সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।’