খাদ্য মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: খাদ্য উপদেষ্টা

Date:

Share post:

বর্তমানে দেশে ২১ লাখ ৭৯ হাজার টনের মজুদ রয়েছে, া বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। খাদ্য উদেষ্টা আলী ইমাম মজুার এ তথ্য জানিয়ে একে অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।

সোমবার (১১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হো মোল্লা।

খাদ্য দেষ্টা জানান, নিরাপদ খাদ্য মজুদের ন্যূনতম পরিমাণ প্রায় ১৩ লাখ ৫০ হাজার টন হলেও সরকার খাদ্য নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি এ বছর ১৭ আগস্ট থেকে শুরু হবে এবং এর আওতা বাড়িয়ে মোট ৫৫ লাখ পরিবারে পৌঁছানো হবে, যা গত বছরের তুলনায় ৫ লাখ বেশি। প্রতিটি পরিবার প্রতি মাসে ১৫ টাকা কে দরে ৩০ কেজি চাল পাবে।

গত বছর পাঁচ মাস চলা এ কর্মসূচি এবার ছয় মাস চলবে। প্রথম ধাপ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে, ডিসেম্বর ও জানুয়ারিতে বিরতি দিয়ে ফেব্রুয়ারি ও মার্চে দ্বিতীয় ধাপ চালু হবে। এ বছর এই কর্মসূচির আওতায় প্রায় ১০ লাখ টন চাল বিতরণ করা হবে।

অনিয়ম রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অসদাচরণ ্য করা হবে না।

অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের িচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ

২০২৪ সালের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে আয় দেখানো হয়েছে ২৮ কোটি...

যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় কেনা হচ্ছে দুই জাহাজ

যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হেলেনিক ড্রাই বাল্ক...

ফেনসিডিল-নগদ টাকাসহ জুলাই যোদ্ধা সেলিম আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪২ হাজার নগদ টাকাসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো....

কর্মক্ষমতার স্বর্ণযুগেও অলস কাটছে ৮০ লাখ তরুণের

যুব জনগোষ্ঠী একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ করে...