ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ।
শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে এ খবর জানিয়েছেন অভিনেতা নিজেই।
তবে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তার অনুগামীদের। একই সঙ্গে জানিয়েছেন, এখন মানুষের পাশে থাকার, সাহায্য করার জন্য আরও বেশি সময় পাবেন। অনুগামী এবং সাহায্য প্রার্থীদের উদ্দেশে তার বার্তা, আগের মতোই তিনি তাদের পাশে রয়েছেন।