ডেস্ক নিউজ:চট্টগ্রামে নতুন করে আরও ৪৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৫৪০টি।
শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৩৯ জন এবং উপজেলায় ৫৫ জন।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া সাত দিনের লকডাউনের প্রথমদিন অফিসগামী যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। একই চিত্র ছিল দ্বিতীয় দিনেও।
গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে যেতে হয় কর্মস্থলে। অন্যদিকে সরকারি নির্দেশনা মেনে চলছে কিনা তা তদারকিতে মাঠে আছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।