চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তাকে এসব মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, তিন মামলায় ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কাল রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে সোমবার গ্রেপ্তার বিএনপির ১৫ নেতাকর্মীকে আদালতে তোলা হয়েছে। তাদের আইনজীবী এডভোকেট মো. জাহিদুল আলম সাংবাদিকদের জানান, ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আগামীকাল বুধবার তাদের রিমান্ড শুনানি হবে।