মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে” বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” উদযাপন উপলক্ষ্যে ২ দিন ব্যাপী উত্তরণ মেলায় ১ম স্থান অর্জন করেছে নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।নান্দাইলে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি স্বরুপ এই পুরষ্কার প্রদান করা হলো।
রবিবার ২৮ মার্চ বিকালে ১ম স্থান অর্জন
করায় প্রধান অতিথি হিসেবে পুরষ্কার প্রদান করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।এসময় পুরষ্কার গ্রহন করেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো.এরশাদ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মাহফুজুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আমিনুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষককে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন।তারই ফলস্বরুপ নান্দাইলের কৃষি আজ সমৃদ্ধির পথে। কৃষি বিভাগের সাফল্যের স্বীকৃতি স্বরুপ নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১ম স্থান অর্জন করলো।