ডেস্ক নিউজ: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম ৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।
সোমবার (২৯ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, আগামী মাসের ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হবে। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ডোজ টিকা মজুদ আছে। দ্বিতীয় ডোজের কার্যক্রম তা দিয়ে চালানো সম্ভব। পাশাপাশি চলবে প্রথম ডোজ গ্রহণের কার্যক্রমও।
রবিবার (২৮ মার্চ) চট্টগ্রামে টিকা গ্রহণ করেছেন ১ হাজার ২৫৮ জন। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন ৭৬২ জন এবং ১৪ উপজেলায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিয়েছেন ৪৯৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, রবিবার সীতাকুণ্ড উপজেলায় সর্বোচ্চ ৬৭ জন টিকা গ্রহণ করেন। এছাড়া হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় সর্বনিম্ন ১০ জন করে টিকা গ্রহণ করেছেন। একইদিনে ফটিকছড়ি উপজেলায় একজনও টিকা গ্রহণ করেননি। অন্যান্য উপজেলায়ও টিকা গ্রহণে আগ্রহীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।