মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও দিবসটিকে স্মরণীয় রাখতে ময়মনসিংহের নান্দাইলে ক্যান্সার,কিডনি, লিভারসিরোসিস, থ্যালাসেমিয়া,স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত ২৭ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ১৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
নান্দাইল সমাজসেবা অফিসের আয়োজনে ২৬ মার্চ শুক্রবার দুপুরে সমাজসেবা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে এই চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র মো. রফিকউদ্দিন ভূঁইয়া,উপজেলা সমাজসেবা অফিসার ইনসান আলী, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলী প্রমুখ।
সমাজসেবা অফিসার মো.ইনসান আলী বলেন, আমার অফিসে রোগীদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে এই চেক বিতরণ করা হল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব,দুখী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে রাত-দিন কাজ করে যাচ্ছেন।ওরই অংশ হিসেবে ২৭ জন রোগীরচিকিৎসার জন্য এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।