ডেস্ক নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পটিয়া পৌরসভার নিবনির্বাচিত মেয়র আইয়ুব বাবুল।
সোমবার (১৫ মার্চ) দুপুরে নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত মেয়র আইয়ুব বাবুল বলেন, বঙ্গবন্ধুর জম্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা বাংলাদেশ পেতাম না। তার ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে মূলত স্বাধীনতা রচিত হয়েছিল। তার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতা রক্ষায় পটিয়া পৌরসভা কে আধুনিক মডেল দৃষ্টিনন্দন পৌর সভায় রূপান্তর করা
উল্লেখ্য তিনি গত রবিবার ১৪ ই মার্চ পটিয়া পৌরসভা ষষ্ঠ পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব