ডেস্ক নিউজ: চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
আজ ১৩ মার্চ রবিবার ভোররাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছিন্নি বটতল টিলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীর নাম মোঃ রাশেদুল আলম (৪০)। তিনি ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।
রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুণ জানান গোপন সংবাদে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। এসময় আসামীর শয়ন কক্ষে বাশের মাচার (চালা) সাথে লুকানো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ১টি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।
ওসি বলেন, মো. রাশেদুল আলম রাউজান থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে রাউজান থানায় ৪টি মামলা রয়েছে। অবৈধ ভাবে নিজ দখলে দেশীয় তৈরি অস্ত্র ও গুলি রাখায় তার বিরুদ্ধে রাউজান থানায় নতুন করে আরো একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ওসি।