ডেস্ক নিউজ : কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে অভিষেক পাল নামে (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই-আসামবস্তি সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অভিষেক তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।
অভিষেক লক্ষীপুরের রামগঞ্জের সুধাংশু বিকাশ পালের ছেলে। তবে তারা পরিবার নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করতেন। সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করেন।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগে তার মৃত্যু হয়েছে।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার জানান, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, এ ঘটনায় পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ দেখার জন্য উপজেলা সদর হাসপাতালে ছুটে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও রফিকুজ্জামান শাহ, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন।