ডেস্ক নিউজ: চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে
এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৬টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ মার্চ) বিকেলে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. নাছির (৩৩)। তিনি আনোয়ারা উত্তর চাতরী এলাকার আব্দু সালাম সওদাগরের বাড়ীর মৃত জালাল সওদাগরের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নাছিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
আটককৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী কার্যক্রমের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।