ডেস্ক নিউজ: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পৌনে তিন লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার এম সালেহ আহমদ জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালান হয়।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
সালেহ আহমদ বলেন, ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকা দিয়ে সমুদ্রপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে কোস্টগার্ডের একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক তিনজন লোককে দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।
কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকজন অন্ধকারে সৈকতের ঝাউবাগানের ভেতর দিয়ে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। এ সময় ধাওয়া দিলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাগুলো খুলে পাওয়া যায় ২ লাখ ৭৯ হাজার ৬০০ পিস ইয়াবা।
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় জমা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এম সালেহ আহমেদ।