ডেস্ক নিউজ: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। এসময় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২ মার্চ) দুপুর আড়াইটারন দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের শুরু হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া নিশ্চিত করেন গণমাধ্যমকে।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাস দখল নিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগ কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এদিকে চমেক সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও কাজেম আলী কলেজেও দুই গ্রুপের কর্মীরা পাল্টাপাল্টি মিছিল বের করে। এতে মহানগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।