নগর ছাত্রদলনেতা নওশেদকে গ্রেফতারে বিএনপির নিন্দা

Date:

Share post:

ডেস্ক নিউ : চট্ট্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নওশেদ আল জাসেদুর রহনকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি।  

গত বৃহস্পতিবার বিকালে মৌলভী পুকুরপাড় এলাকা থেকে চাঁন্দগাও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

শনিবার বিকেলে গণ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী র সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোঃ নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  ে উল্লেখ করা হয়।  

নেতৃবৃন্দরা বলেন, জনগণের ওপর বর্তমান অবৈধ ারের কোনো আস্থা নেই। আর তাই ক্ষমতায় টিকে থাকতে তারা বিএনপির ওপর দমন-পীড়ন চালাচ্ছে। প্রশাসন যন্ত্রকে তাদের অবৈধ ক্ষমতায় ঠিকে থাকার খুটি হিসাবে ব্যবহার করছে। 

নওশেদ মহানগর ছাত্রদলের একজন পরিশ্রমী ও ত্যাগী ছাত্রনেতা। ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সে গুরুতপূর্ন ভূমিকা রেখে আসছিল। তাই তাকে নীতির মাঠ থেকে দুরে রাখতেই অন্যায়ভাবে গ্রেফতার করেছে। 

নেতৃবৃন্দরা আরো উল্লেখ করেন, বর্তমান অ্বাচিত সরকার বিএনপি নেতকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার মসনদকে সুরক্ষিত করার চেষ্টা করছে। 

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে। প্রতিনিয়ত নেতাকর্মীরা কারগারে যাচ্ছে এবং জামিন নিয়ে পূণরায় রাজপথে নেমে আসছে। 

মিথ্যা মামলা ও কারাগারকে বিএনপির নেতারা এখন ভয় পায় না। তারা মানুষের অধিকার আদায় করতে একবার নয় শতবার কারাগারে যেতে প্রস্তুত আছে।

নেতৃবৃন্দ ছাত্রদলনেতা নওশেদকে মিথ্যা, বানোয়াট ও হয়রানীমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

অবিলম্বে সমস্ত অপকৌশল ও হয়রানী বন্ধ করে ছাত্রদলনেতা নওশেদসহ ইতিপূর্বে গ্রেফতারকৃত মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, নিয়াজ মোরশেদ খান ও বর্তমান যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান বাবুর নিঃশর্ত মুক্তির দাবী   জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...

ইরানের ওপর আবারও আঘাত হানল যুক্তরাষ্ট্র!

টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ...