কক্সবাজার রেল প্রকল্পের কাজ ৫১ শতাংশ সম্পন্ন

Date:

Share post:

ডেস্ক নিউজ: দ্রুতগতিতে এগিয়ে চলছে দোহাজারী-কক্সবাজার-ঘুমদুম রেললাইন প্রকল্পের কাজ। ইতোমধ্যেই প্রকল্পের কাজ ৫১ াগ শেষ হয়েছে। বর্তমানে চলছে রেলট্রেক বসানোর কাজ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষার মৌসুমের আগেই রেলট্রেক বসানোর কাজ শেষ করবেন তারা। তারা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রেলট্রেক বসানোর ক্লাজ রামু উপজেলার পানির ছড়া বাজার এলাকা থেকে শুরু হয়। যে শকল জায়গায় মাটির কাজ শেষ, সেসব জায়গায় চলছে রেলট্রেক বসানোর কাজ।

কক্সবাজার রেললাইন প্রকল্প পরিলক মো. মজুর রহমান গণমাধ্যমকে বলেন, সামনে বর্ষাকাল। বর্ষায় সঠিকভাবে কাজ করা যায়না। তাই বর্ষা শুরু হওয়ার পূর্বেই রেলট্রেক বসানোর কাজ শেষ করতে চাই। রামুর পানির ছড়া থেকে কাজ ্রামের দিকে চলে আসবে।

জানা গেছে, এই মেগা প্রকল্পের কাজ ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। বর্তমানে এ প্রকল্পের ৫১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রেললাইনের জন্য মাটির ভরাট কাজের অগ্রগতিও হয়েছে ৭০ শতাংশ। এ প্রকল্পের আওতায় ৯টি ের আওতায় ৫টির বিল্ডিংয়ের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে ২০ শতাংশ। ১৪৫টি কালভার্টের মধ্যে ৭০টির কাজ সম্পন্ন হয়েছে। শেষ পর্যায়ে রয়েছে আরও ৩০টি প্রকল্পের কাজ।

৩৯টি ব্রিজের মধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ। কক্সবাজারের সর্বাধুনিক স্টে আইকনিক বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ। বনাঞ্চলের ভেতরে হাতি চলাচলের জন্য ২টি আন্ডারের কাজ শেষ হয়েছে। ওভারপাস তৈরির কাজও চলছে দ্রুততার সঙ্গে।

দ্রুত এই রেললাইনটি নির্মাণ কাজ শেষ হয়ে যাতায়াত শুরু হলে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারসহ সারা দেশের সঙ্গে ্থনীতি, পর্যটনখাতে বিপুল রাজস্ব আয় হবে। পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নও ঘটবে। সারাদেশ থেকে কক্সবাজার ঘুরতে আসা পর্যটকরাও ও রেল যোগাযোগের সুফল ভোগ করবে।

দোহাজারী-কক্সবাজার মেগা এই রেললাইন প্রকল্পের সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩৫ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন হবে। ১২৮ কিমি রেলপথে স্টেশন থাকছে ৯টি।

স্টেশনগুলো হলো- সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও ঘুমধুম। এতে থাকবে কম্পিউটার বেইজড ইন্টারলক সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর ওপর নির্মাণ করা হবে তিনটি বড় সেতু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার জো বাইডেনের প্রেসিডেন্ট আমলের সব চেয়ে অন্ধকার মূহুর্তগুলি: আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নিজেকে প্রত্যাহার করে নেওয়া সম্পর্কে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র...

  আন্তর্জাতিক ডেস্ক  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার জো বাইডেনের প্রেসিডেন্ট আমলের সব চেয়ে অন্ধকার মূহুর্তগুলি: আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নিজেকে...

কবি হেলাল হাফিজ মারা গেছেন

কবি হেলাল হাফিজ মারা গেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে...

দক্ষিণী অভিনেতা আল্লু আর্জুন গ্রেপ্তার

গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা “পুষ্পা ২: দ্য রুল”। বৃহস্পতিবার মুক্তি পায় সিনেমাটি। তার আগে...

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে দ্বিতীয়বারের মতো স্বীকৃতি পেলেন ডনাল্ড ট্রাম্প

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে দ্বিতীয়বারের মতো স্বীকৃতি পেলেন ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘন্টা বাজান...