ডেস্ক নিউজ: এবার বিজেপিতে যোগ দিয়েছেন স্টাল জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-এর অভিনেতা যশ দাশগুপ্ত। তার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপিতে যোগ দেয়া নিয়ে পশ্চিমবঙ্গে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
বুধবার বিকালে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের মিমে সয়লাব সোশ্যাল মিডিয়া।
উপরে অভিনীত চলচ্চিত্রের দৃশ্য। নিচে বিজেপিতে যোগদানের ছবি। উপরের ছবিতে বড় বড় হরফে ক্যাপশন, ‘ছুঁয়ে দে আঙুল।’ নিচের ছবিতে লেখা ‘ফুটে যাবে ফুল।’ ক্যাপশন, ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।’
কেউ কপাল চাপড়েছেন, ‘কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।’ আরেক জনের কটাক্ষ, ‘বোঝে না সে বোঝে না…! Phool না Fool? নিজেই জানে না। পুনম ঝা থেকে শুরু করে নুসরত অবধি। টিএমসি থেকে শুরু করে বিজেপি অবধি! বোঝে না….সত্যিই সে বোঝে না!!’
একই সঙ্গে ভার্চুয়ালবাসী প্রশ্ন তুলেছেন যশের বিজেপিতে যোগদানের পর তৃণমূল কংগ্রেসের এমপি অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে আর কি প্রেম থাকবে? কারণ, রাজনীতির ময়দানে দু’জনেই যে এখন তুমুল বিরোধী পক্ষ!