ডেস্ক নিউজ: পতেঙ্গায় কর্ণফুলীতে ১২-১৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম পরিচয়য় জানা যায়নি।
মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ১২ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান। তিনি বলেন, কর্ণফুলী নদীতে ১৮-২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সেখানে দ্রুত কোস্টগার্ডের একটি টিম পাঠানো হয়েছে। নৌ-বাহিনীর টিমও আসছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।