ডেস্ক নিউজ: ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: কালের কন্ঠ।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। এরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
গাড়িতে থাকা অন্য ৩ আরোহী গুরুতর আহত হলেও তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান এক ওমান প্রবাসী। আহত সেই ৩ জনের মধ্যে দু’জনের বাড়ি সন্দ্বীপ। আহত দু’জনের নাম মহিউদ্দিন ও ইসমাইল। বাকি ১ জন ফেনীর।