মিনিস্কার্ট পরা সৌদি তরুণীর ভিডিও নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ

Date:

Share post:

ছবি কপিরাইট টুইটার
Image caption উশাইকির দুর্গে মিনিস্্ট পরে হাঁটছেন খুলুদ

সৌদি আরবে এক তরুণী মিনি স্কার্ট পরে প্রকাশ্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন – এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়ার পর তার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, খুলুদ নামের ওই তরুণী একজন মডেল, এবং তিনি নিজেই তার মিনিস্কার্ট পরা ভিডিওটি পোস্ট করেছেন।

স্ন্যাপচ্যাটে গত সপ্তাহ শেষে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি দেখতে পারেন এখানে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে খুলুদ মিনিস্কার্ট ও উপরের অংশে ছোট জামা পরা অস্থায় উশায়কির নামে একটি ঐতিহাসিক দুর্গের ভেতরের ি রাস্তায় হাঁটছেন। দুর্গটি রাজধানী রিয়াদের ৯৬ মাইল উত্তরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কিছু লোক আহ্বান জানান, রক্ষণশীল সৌদি আরবের পোশাক পরার রীতিনীতি ভঙ্গ করার জন্য খুলুদকে গ্রেফতার করে শাস্তি দেয়া হোক।

উইটারে খালেদ জিদান নামে এক াদিক লেখেন, “সৌদি আরবে ‘হাইয়া’ বা ধর্মীয় পুলিশ ফিরিয়ে আনা আবশ্যিক হয়ে পড়েছে। আরেকজন লেখেন, “আমাদের উচিত দেশের আইন মেনে চলা। ফ্রান্সে মহিলারা নিকাব নিষিদ্ধ এবং কেউ তা পরলে তার জরিমানা হবে। তেমনি সৌদি আরবেও আবায়া ও সংযত পোশাক পর এ রাজ্যের আইনের অংশ।

অন্য কিছু সৌদি নাগরিক আবার এই তরুণী মডেলের পক্ষ নেন। তারা তার ‘সাহসের’ প্রশংসা করেন। কেউ কেউ বলেন, খুলুদ যে পোশাক পরতে চায় তাই পরতে দেয়া উচিত।

এবং দার্শনিক ওয়ায়েল আল-ঘাসিম বলেন তিনি ‘ক্রুদ্ধ এবং ভীতিকর’ টুইটগুলো দেখে মর্মাহত হয়েছেন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

ফরহাদ মজহার আবারো ডিবি কার্যালয়ে

গৃহকর্মীর কাজে এসে কি ঘটেছিল আদুরির জীবনে?

আব্বুর দেহ দানের সিদ্ধান্তেআমি অবাক হইনি

স্ত্রীর পাঠানো টেক্সট মেসেজ উপেক্ষা করায় ডিভোর্স

ছবির কপিরাইট টুইটার
Image caption টুইটারে খুলুদের ভিডিও নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে

তিনি লেখেন, “আমি তো ভাবলাম সে বুঝি মা মেরেছে বা কাউকে খুন করেছে। পরে দেখলাম তর্ক হচ্ছে তার স্কার্ট নিয়ে । আমি বুঝি না তাকে গ্রেফতার করা হলে ২০৩০ রূপকল্প কিভাবে বাস্তবায়ন হবে।”

‘রূপকল্প ২০৩০’ হচ্ছে যুবরাজ সালমানের ঘোষিত সংস্কার পরিকল্পনা।

অন্য কেউ কেউ লেখেন, প্রেসিডেন্ট ্রাম্পের স্ত্রী ও কন্যা সৌদি আরবে এসে আবায়া বা মাথায় কাপড় দেন নি।

ফাতিমা আল-ইসা নামে একজন লেখেন খুলুদ যদি বিদেশী হতো – তাহলে আমরা তার সরু কোমর এবং চোখ নিয়ে মুগ্ধতা প্রকাশ করতাম। কিন্তু যেহেতু খুলুদ সৌদি, তাই আমরা বলছি তাকে গ্রেফতার করতে হবে।

সৌদি আরবের ধর্মীয় পুলিশ ও প্রাদেশিক কর্তৃপক্ষ বলেছে তারা এ ভিডিওটির ব্যাপারে তদন্ত করছে।

সৌদি আরবের রীতি হচ্ছে, প্রকাশ্য স্থানে মুসলিম মহিলাদের ঢিলা আলখাল্লা জাতীয় পোশাক আবায়া এবং মাথায় হিজাব পরতে হবে। সেদেশে মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ এবং তারা সম্পর্কিত নয় এমন পুরুষদের থেকেও আলাদা থাকতে হবে।

উশায়কির দুর্গটি নেজদ প্রদেশের অন্তর্গত – যেটি সৌদি আরবের সবয়ে রক্ষণশীল অঞ্চলগুলোর একটি। সৌদি রাজ যে গোঁড়া সুন্নি ওয়াহাবি মতাদর্শ অনুসরণ করেন – তার প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহাবের জন্ম হয়েছিল এখানেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত।...

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ আগস্ট)...

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়া...

কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে জলবায়ু-সমুদ্র সুরক্ষার বার্তা সারজিসের

নানা বিতর্ক ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকত থেকেই ফেসবুক লাইভে এলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...