পেরুর দক্ষিণ উপকূলে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৯টা ৫মিনিটে ভূ-পৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে আঘাত হানে।
পেরুর দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ নগরী আরিকুইপার প্রায় ২২০ কিলোমিটার পশ্চিমে এটি আঘাত হানে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২০০৭ সালের আগস্টে পেরুতে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্পে ৫৯৫ জন নিহত হন।
পেরুতে শক্তিশালী ভূমিকম্প
Date:
Share post: