ডেস্ক নিউজ: রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রিয়াল মাদ্রিদ জানায়, রুটিন চেকআপ করাতে গিয়েই করোনা ধরা পড়েছে ৭৩ বছর বয়সী পেরেজের। তার মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি।
২০০০ সালে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব পান পেরেজ। দায়িত্ব নিয়েই তিনি রিয়ালে নিয়ে আসেন জিনেদিন জিদান, ডেভিড ব্যাকহামের মতো বড় তারকাদের। ওই সময়টাকে বলা হয় ক্লাবটির ‘গ্যালাকটিকো’ যুগ। ২০০৬ সালে সভাপতির দায়িত্ব থেকে অব্যহতি নেন পেরেজ।
২০০৯ সালে আবারও রিয়ালে ফেরেন পেরেজ। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে এক মৌসুমেই তিনি চুক্তি করেন কাকা, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলারদের সঙ্গে।
তার দ্বিতীয় মেয়াদে রিয়াল জেতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ। ২০০২ সালে প্রথম মেয়াদেও জিতেছিলেন একটি।