কাজ করতে এসে কি অভিজ্ঞতা নিয়ে গ্রামে ফিরতে হয়েছিলো আদুরিকে?

Date:

Share post:

ির কপিরাইট বিবিসি
Image caption উদ্ধারের পর হাসতালের বিছানায় শুয়ে আদুরি (ফাইল ছবি)

পটুয়াখালী সদর উপজেলার কৌরাখালি গ্রামের মেয়ে আদুরি তার বাবা-মায়ের সপ্তম সন্তান।

অভাব আর অনটনের সংসার, তাই শৈশবেই তাকে শু করতে হয় অন্যের বাড়িতে কাজ করা।

পাঠানো হয় ঢাকায় কিন্তু সেখানেই মাত্র ১১ বছর বয়সে ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতা আর চিহ্ন নিয়ে শেষ পর্যন্ত তাকে ফিরে যেতে হয় কৌরাখালি গ্রামে।

২০১৩ সালের ২৩শে সেপ্টেম্বর ঢাকায় ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি ডাস্টবিন থেকে যখন তাকে উদ্ধার করেছিলো পুলিশ, তখন শিশু আদুরি প্রায় মৃত।

পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে আদুরির ওপর গৃহকর্ত্রীর চরম নির্যাতনের বিবরণ।

মামলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে।

পুলিশের তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পল্ল ১২ নম্বর সেকশনের যে বাসায় কাজ করতে দেয়া হয়েছিলো সে বাসার গৃহকর্ত্রী ধারালো চাকু দিয়ে কেটে আর গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দিয়ে ক্ষতবিক্ষত করে আদুরির শরীর।

পরে মারাত্মক জখম অবস্থায় মরে গেছে মনে করে তাকে ফেলে দেয়া হয় ডাস্টবিনে, আর সেখান থেকেই মৃতপ্রায় আদুরিকে উদ্ধার করেছিলো পুলিশ।

ছবির কপিরাইট বিবিসি
Image caption বাংলাদেশে প্রায়ই শিশু গৃহকর্মী নির্যাতনের খবর ে গণমাধ্যমে

এর পর আদুরিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর গঠন করা হয় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড।

তখন চিকিৎসকরা বিবিসিকে জানান, আগুনের কারণে চামড়া কুঁচকে যাওয়া এবং থেঁতল যাওয়া মাংস আদুরির মাথা থেকে পা সহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিকিৎসা করা হচ্ছে।

পাশে বসে থাকা আদুরির মা সাফিয়া বেগম বিবিসিকে বলেছিলেন যে তার মেয়ে তাকে বলেছে তার শরীরে ব্লেড দিয়ে পোঁচ দেওয়া হয়। নকি গরম ইস্ত্রি দিয়ে তার শরীরে ছ্যাঁকা দেওয়া হয়েছে।

পরে আদালতে ়েও গৃহকর্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের বর্ণনা দেয় আদুরি।

আদুরি জানায় সারা দিন কাজ করিয়ে শুধু মুড়ি কিংবা কখনো কখনো শুধু ভাত আর লবণ মরিচ দেয়া হতো খাওয়ার জন্য আর তার থাকার জায়গা তো ব্যালকনিতে।

সেই গৃহকর্ত্রী অবশ্য নিজেও আদালতে আদুরিকে নির্যাতনের কথা স্বীকার করেছেন।

আজ সেই মামলার রায়ে আদালত গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড আর এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছে বলে জানিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি আলী আসগর স্বপন।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন আদুরির মা।

আরও পড়ুন বাংলাদেশে গৃহকর্মী নির্যাতনের বিচার হয় না কেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...