‘আব্বুর দেহদানের সিদ্ধান্তে আমি অবাক হইনি’

Date:

Share post:

বির কপিরাইট বিবিসি
Image caption চক্ষুদানের কথা শোনা যায় মাঝে মাঝে, তবে দেহদানের সংখ্যা েশে এখনো অনেক কম

বাংলাদেশে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিাপনের ক্ষেত্রে নতুন একটি ইনের খসরায় অনুমোদন দিয়েছে সভা।

নতুন আইন কার্যকর হলে, প্রয়োজনে অঙ্গ-প্রত্যঙ্গ দিতে পারবে এমন নিকট আত্মিয়ের পরিধি বৃদ্ধি পাবে।

কিন্তু শুধু প্রতিস্থাপনের জন্য ছাড়াও গবেষণার জন্যও অনেকে মৃত্যুর আগে তার অঙ্গ প্রত্যঙ্গ বা পুরো দেহ দান করেন। কিন্তু যারা মৃত্যুর আগে দেহ দান করেন তাদের বিষয়ে কিভাবে দেখে?

এই নিয়ে বিবিসি’র সাথে কথা বলেছেন নাদিয়া সারওয়াতের সাথে, যার বাবা মৃত্যুর আগে দেহ দান করে গেছেন বাংলাদেশের একটি মেডিকেল কলেজে।

ি যখন খুব ছোট তখন থেকেই শুনেছি বাবা বলতো যে তার দেহ দান করবেন। আব্বু মারা গেছে দু মাস হলো। তার দু তিন মাস আগে থেকেই তিনি প্রস্তুতি নিতে শুরু করেন। কারণ দিবো বললেই দেয়া যায়না। আবার বাংলাদেশে এটা প্রচলিত না”।

তিনি বলেন, “আব্বু রাজশাহী মেডিকেল কলেজে দিয়েছিলো। কিন্তু তারা যেহেতু জানে যে আত্মীয় জনরা বাধা দেয় বা পরিবার রাজী হবে কি-না এগুলো নিশ্চিত হতে চায় আর কিছু আইনি বিষয় আছে। আব্বু প্রথম আমাদের সামনে বিষয়টা আনলো যখন কাগজপত্র তৈরির বিষয় শুরু হলো। আব্বু নিজেই আইনজীবীর সাথে যোগাযোগ করেছিলো”।

“তখনি আমি সরাসরি জানতে পারলাম কারণ সাক্ষী হিসেবে আমাদের সম্মতির বিষয় ছিলো।আমি খুব বেশি অবাক হইনি, তবে খারাপ লাগছিলো। আমার মা বেশ কান্নাকাটি করেছিলো। কারণ মা ধার্মিক মানুষ, তার মনে হয়েছে কবর না দিলে আত্মা কষ্ট হবে”।

আরও পড়ুন :বন্দুকযুদ্ধ নিয়ে পুলিশের ভাষ্যই বিশ্বাস করবে মিডিয়া?

স্ত্রীর পাঠানো টেক্সট মেসেজ উপেক্ষা করায় ডিভোর্স

কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিভাবে নিয়েছিলো বিষয়টা- এমন ্নের জবাবে নাদিয়া সারওয়াত বলেন ,”চাচারা বেশ রিঅ্যাক্ট করেছিলো। তারা বোঝানোর চেষ্টা করেছিলেন। আব্বু যখন হাসপাতালে তখন সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বেশ চাপও দিয়েছিলেন যে ধর্মে বাধা আছে, পাপ হবে। আব্বু বলেছেন ধর্মে কোন নিষেধ নেই বরং ধর্মে আছে জ্ঞানের চর্চার কথা। জ্ঞানের জন্য দেহ দান যদি করি তাহলে ধর্মে বাধা থাকতে পারেনা। বরং আরও অনেক মানুষের উপকার হবে”।

“পাড়া প্রতিবেশীতো আব্বু মারা যাওয়ার আগে জানতোনা। যখন কবর না দিয়ে মেডিকেল কলেজে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সবাই অবাক হয়েছেন। তবে নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি আমরা।বরং সবাই শ্রদ্ধাভরেই দেখেছেন যে বাহ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, মানুষের উপকার করছেন”।

কিন্তু দেহ দানের সিদ্ধান্তের বিরোধিতা যারা করেন তাদের যুক্তি কি কেবল ধর্ম ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা মানসিক বাধা।

“ধরুন আমার কাছের কারও দেহ তার কবর জিয়ারত করতে পারছিনা। দোয়া করবো স্মরণ করবো কিন্তু তার দেহ কোথাও নেই। এটা মেনে নেয়া কঠিন। সবাই জানে এটা ভালো কাজ। কিন্তু আমার বাবা – এটা মানতে পারেনা। কোথাও তার চিহ্ন থাকবেনা, কাটাছেঁড়া হবে-এটাই মূল মানসিক বাধা”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...