ডেস্ক নিউজ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আয়োজন করা হচ্ছে।
আগামী ২২ জানুয়ারি বিকাল ৩টায় কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২টি দল অংশ নিবেন। যা এ, বি, সি, ডি চারটি গ্রুপে খেলবেন।
গতকাল রবিবার বিকাল ৩টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এমপি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের চেয়ারম্যান আছিয়া খাতুনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী প্রতি দলের প্রতিনিধিদের খেলার বাইলজ সর্ম্পকে অবহিতকরণ, লটারীর মাধ্যমে গ্রুপ নির্ধারণ, ফিকচার প্রণয়ন ও রেফারির বিফ্রিং করা হয়।
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মহাসচিব এস.এম শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, এস এম আলী আকবর, মো. জহুরুল ইসলাম জহুর, হারুনুর রশীদ বাবলু, অর্থ সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া, সদস্য হেলাল উদ্দিন টিপু, মো. জসিম উদ্দীন, মো. কামরুজ্জামান, শাহাদত হোসেন, এস.এম জসিম চেয়ারম্যান, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, মোহাম্মদ মোকাররম চেয়ারম্যান, হাজী আবদুল মান্নান রানা, মো. বাবর চৌধুরী, অধ্যাপক আবু নঈম চৌধুরী, টুর্নামেন্ট মিডিয়া উপ-কমিটির চেয়ারম্যান সাংবাদিক চৌধুরী লোকমান, সদস্য সচিব সেকান্দর আলম বাবর, সদস্য মো. সিরাজুল ইসলাম, সৈয়দ মো. নজরুল ইসলাম এবং ইয়াছিন চৌধুরী। উল্লে¬খ্য এ টুর্নামেন্টে উপজেলার ১২টি দল চারটি গ্রুপে অংশ করবেন। এ- গ্রুপে পশ্চিম গোমদন্ডী, পূর্ব গোমদন্ডী, চরনদ্বীপ। বি-গ্রুপে পশ্চিম কধুরখীল, আমুচিয়া, আহল করল ডেঙ্গা।
সি-গ্রুপে পোপাদিয়া, কধুরখীল, চরখিজিরপুর এবং ডি-গ্রুপে শ্রীপুর-খরনদ্বীপ, শাকপুরা, সারোয়াতলী। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করবেন এ গ্রুপ পশ্চিম গোমদন্ডী একাদশ বনাম চরনদ্বীপ একাদশ।