ডেস্ক নিউজ:চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ড থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭। শুক্রবার ( ৮ জানুয়ারী ভাটিয়ারী লিংক রোডের খিল্লাপাড়া ও ফৌজদার হাট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওমর ফারুক (৩০), মোঃ সজিব (২১), মোঃ মাসুম (২৬), মো. জাহাঙ্গীর আলম (২৪)।
বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ও আটানব্বই বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃতদের হাটহাজারী ও সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।