ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর কালুরঘাট কাপ্তাই রাস্তার মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে একটি জুয়েলারী দোকান। ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ভোর রাত ৪ টা ২০ মিনিটের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা।
তিনি বলেন, ভোরে কাপ্তাই রাস্তার মাথার গোপালের দোকান এলাকায় সুজন দে’র মালিকানাধীন শাহ আমানত জুয়েলারীতে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনে দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৫০ হাজার টাকার ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।