ডেস্ক নিউজ:চট্টগ্রাম নগরের অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (২ জানুয়ারী) সিএমপির ১৬ টি থানা এলাকার ৯৫ টি বিটের অফিসাররা নিজ নিজ দায়িত্বপূর্ন এলাকায় এসব কম্বল বিতরণ করেন।
প্রথম পর্যায়ে ৯৫টি বিটে প্রায় ১১ হাজার কম্বল বিতরণ করা হয়। পরবর্তী শিডিউল অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আবারো কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বায়েজিদ বোস্তামি থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ৪৭ নং বিটের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া চট্টলার খবরকে বলেন, মাননীয় কমিশনার স্যারের নিদের্শনায় আমরা গরীব দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করছি। প্রথমদিন ৪৭ নং বিটে প্রায় দেড় শতাধিক মানুষকে শীত নিবারণের লক্ষ্যে কম্বল বিতরণ করা হয়। এটি অব্যাহত থাকবে।