ডেস্ক নিউজ : বাঁশখালীতে আগুনে পুড়ে বাদশা মিয়া (৫০) নামে দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাথারিয়া বাজারে লাগা আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন তিনি।
স্থানীয়রা জানিয়েছে, বাদশা মিয়া কাথারিয়া বাজারের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাইরে তালাবদ্ধ থাকায় তিনি দোকানের ভেতরেই দগ্ধ হন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস এসময় আগুনে পুড়ে ছাই হয়েছে ৬টি দোকান। যার মধ্যে দুইটি কাঠের দোকান, একটি করে ডিপার্টমেন্টাল স্টোর, পানের দোকান ও ফার্নিচারের দোকান।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, শুক্রবার মধ্যরাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনে ৬টি দোকান পুড়ে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে আরও ১০ লাখ টাকার মালামাল।