ডেস্ক৷ নিউজ: চন্দনাইশে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (১ জানুয়ারী) চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেনঃ মো.তাহের (৪০) ও মোঃ জুয়েল মিয়া (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।