ডেস্ক নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবারের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য বলেন, দেশ যখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রীমহল তাদের হীন স্বার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
এর আগে সকাল বেলাও ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক লায়লা খালেদা আঁখি, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু, সহকারী প্রক্টর কাজিম নুর সোহাদ, আহসানুল কবির পলাশ, রামেন্দু পারিয়াল, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খান, আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমেনসহ প্রমুখ।