ডেস্ক নিউজ:আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ে ৬১টি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ৭ থেকে ১৪ ডিসেম্বর। চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যায়নপত্র দেয়া হবে ১৮ ডিসেম্বর।
রবিবার দলের সাংগঠনিক সম্পাদক (দফতরের চলতি দায়িত্বে) সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
জারি করা নির্দেশনা অনুযায়ী শুধু বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তা জমা দিতে হবে। ফরম সংগ্রহ ও জমার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে তা হল- নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। ১৪ ডিসেম্বর বিকাল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না।