ডেস্ক নিউজ: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন মালিকের ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় ইউনিয়নের পশ্চিম মায়ানী ছদু হাজী বাড়ীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছদু হাজী বাড়ীর একটি বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি।
মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসে। দীর্ঘ প্রায় দেড় ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগে একে একে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।