সার্জিক্যাল ও কেএন-৯৫ মাস্ক দেশেই উৎপাদন শুরু করেছে ‘স্মার্ট স্মাইল’

Date:

Share post:

অ্যাপারেল প্রমোটার্স লিমিটেড আন্তর্জাতিকভাবে অনুমোদিত আরএমজি এক্সেসরিজ প্রস্তুতক প্রতিষ্ঠান। এবার ‘স্মার্ট স্মাইল’ ব্র্যান্ড নামের সাথে বাংলাদেের বাজার ও রপ্তানির ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল ও কেএন-৯৫ মাস্ক উৎপাদন করেছে। এ জন্য ইতোমধ্যে চীনভিত্তিক গোল্ডেন ফাউন্ড কোম্ির সাথে যৌথ ে অত্যাধুনিক প্রযুক্তির কারখানা স্থাপন করা হয়েছে। ওই কারখানায় নিশ্চিত করা হয় মানুষের হাতের স্পর্শহীন এবং সম্পূর্ণ ধুলবালিমুক্ত পরিবেশে মাস্ক উৎপাদন, যা পণ্যের গুণগত মান নিশ্চিত করে।
সংশ্লিষ্টরা জানান, মাস্কের ফিল্টারেশন এফিসিয়েন্সি (পরিস্রাবণ দক্ষতা) পরীক্ষা করতে ‘স্মার্ট স্মাইল’ বাংলাদেশেই তৈরি করেছে নিজস্ব পরীক্ষাগার। এই পরীক্ষাগারে মাস্কের ব্যাকটেরিয়াল ফিল্টারেশন এফিসিয়েন্সি, পার্টিক্যাল ফিল্টারেশন এফিসিয়েন্সি, ব্রিথেবলিটি এবং ব্লাড রেসিসটেন্ট ফিল্টারেশন নির্ভুলভাবে পরীক্ষা করা যায়। ‘মেল্ট-ব্লোন’ ফ্যাব্রিক ব্যবহার করে যা চীন থেকে কাঁচামাল হিসেবে র মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদন করে থ্রি-এম মাস্কগুলিতে ব্যবহৃত হয়েছে। ‘মেল্ট-ব্লোন’ ফ্যাব্রিককে বলা হয় মাস্কের প্রাণ, কেননা এই উপাদান ব্যাকটেরিয়া এবং একাধিক ধরনের ধূলিকণাকে শ্বাসযন্ত্রে প্রবেশে বাধা দেয়।
‘স্মার্ট স্মাইল’ এর এই সার্জিক্যাল এবং কেএন-৯৫ মাস্ক তৈরি হচ্ছে দেশের মাটিতেই। এই সর্বসাধারণকে জানাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে সরকারের নির্দেশনা অনুযায়ী যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন এবং বর্তমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি, দৈনন্দিন জীবনে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও সরকার কতটা গুরুত্ব সহকারে বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তাররোধে কাজ করছে সে সম্পর্কেও তাদের মতামত জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা য়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ যথাক্রমে ম্যানেজিং ডাইরেক্টর মুজিবুর রহমান সিআইপি, প্রতিষ্ঠানটির মাস্ক ইউনিটের পরিচালক যথাক্রমে পিটার ডং ও নিকোলশাইন। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানটির মিশন, ভিশন এবং পণ্যের গুণগত মান তুলে ধরেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ইতোমধ্যে এফডিএ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এছাড়া সিই সার্টিফিকেশন এবং আইএসও সার্টিফিকেশন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে। ‘স্মার্টস্মাইল’ সার্জিক্যাল মাস্ক তিন লেয়ারবিশিষ্ট, যার বিএফই (ব্যাকটেরিয়া ফিল্টারেশন এফিসিয়েন্সি) ৯৫% এবং পিইই (প্র্যাকটিক্যাল ফিল্টারশন এফিসিয়েন্সি) ৯৫%। অপরদিকে ‘স্মার্টস্মাইল’ কেএন-৯৫ মাস্কটি পাঁচ লেয়ারবিশিষ্ট যার বিএফই (ব্যাকটেরিয়া ফিল্টারেশন এফিসিয়েন্সি) ও পিইই (প্র্যাকটিক্যাল ফিল্টারশন এফিসিয়েন্সি) ৯৫%।
অ্যাপারেল প্রমোটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি সংবাদ সম্মেলনে বলেন, করোনা মহামারীর শুরু থেকে পৃথিবীজুড়ে মাস্কের সংকট দেখা যায়। এই সংকট বাংলাদেশেও লক্ষ্য করা গেছে। কারণ রাতারাতি এর চাহিদা ব্যাপক আকার ধারণ করে। দেশের এবং আন্তর্জাতিক চাহিদা পূরণে এখন আমরাই মানসম্পন্ন মাস্ক তৈরি করছি।
অ্যাপারেল প্রমোটার্স লিমিটেডের পরিচালক (মাস্ক ইউনিট) পিটার ডং বলেন, আমাদের কারখানা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তিতে পরিচালিত। যেখানে শতভাগ সুরক্ষা নিশ্চিত করা হয়। আমরা ইতোমধ্যে এফডিএ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। ফলে ইতোমধ্যে আমরা ্ট্রের বাজারে আমাদের উৎপাদিত মাস্ক রপ্তানি শুরু করতে পেরেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ফেনীতে এসআই ক্লোজড

ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার...

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে...

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’ হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে”...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই)...