পুতিনের সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে: ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্প ও পুতিনছবির কপিরাইট Getty Images
Image caption জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে তাঁর ‘খুব ভালো লেগেছে’।

সম্প্রতি জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ওই বৈঠকের পর মি: ট্রাম্প ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ক-কে এক ৎকার দেন, যেখানে তিনি এই মন্তব্যটি করেন।

সাক্ষাৎকারে মি: ট্রাম্প আরো বলেছেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্র আসনে হিলারি ক্লিনটন বক এমনটাই হয়তো চেয়েছিলেন মি: পুতিন।

রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ে সাহায্য করেছে এমন বেশ কয়েকটি অভিযোগ এখন ্তাধীন রয়েছে।

যদিও মি: ট্রাম্প ও রাশিয়া বরাবরই এ হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে আসছে।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “মানুষজনকে বলতে শুনি যে, তাদের সাক্ষাৎ করা উচিত নয়। ঠিক আছে, কিন্তু কোন মানুষগুলো এসব কথা বলে? আমারতো মনে হয় আমাদের বৈঠক দারুণ ছিল এবং ের পর দুজনেরই খুব ভালো লেগেছে”।

“আমরা পরমাণু শক্তিতে বেশ শক্তিশালী এবং রাশিয়ার ক্ষেত্রেও তাই। আর তাদের সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখতে না চাওয়ারতো কোনো মানে হয় না”।

মি: রাশিয়ার ার উদাহরণ টানতে সিরিয়ায় যুদ্ধতে দুপক্ষের একমত হওয়ার কথাটিও উল্লেখ করেন।

মি: ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে-এমন অভিযোগের বিপরীতমুখী মন্তব্য করেন মার্কিন প্র্রেসিডেন্ট, তিনি ওই সংবাাধ্যমে দেখা সাক্ষাতকারে বলেছেন, ‘রাশিয়া চেয়েছিলো তাঁর প্রতিপক্ষ হিলারি ক্লিনটন নির্বাচিত হোক। কেন তাঁরা হিলারিকে চেয়েছিলো? কারণ, হিলারি নির্বাচিত হলে আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যেতো”।

ছবির কপিরাইট AFP
Image caption ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও নাতালিয়া ভেসেলনিতস্কায়া

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নির্দোষ

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান ার সময় একজন রুশ আইনজীবীর সাথে বৈঠকের ব্যাপারে তার ছেলে ডোনাল্ড জুনিয়ার যে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন করেছেন।

তিনি বলেছেন, তার ছেলে নিরপরাধ, স্বচ্ছ এবং নির্দোষ।

রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে ওই বৈঠকের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে বলা হয়েছিল, তাকে রুশ সরকারের পক্ষ থেকে এমন তথ্য দেয়া হবে যা মি. ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের জন্য ক্ষতিকারক হতে পারে।

এই বৈঠকের খবর ফাঁস হওয়ার পর থেকেই এ নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে।

মি ট্রাম্প জুনিয়র নিজে ফক্স নিউজ-কে বলেছেন, ওই বৈঠকটা ‘কোনও ব্যাপারই নয়’।

তবে তিনি সেই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন বিষয়টা তার অন্যভাবে সামলানো উচিত ছিল।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আবারও তার নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।

রাশিয়া মার্কিন নির্বাচনে নাক গলানোর চেষ্টা করেছিল কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখন তদন্ত করছেন।

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকেই মি ট্রাম্পকে বারবার এই অভিযোগের সম্মুখীন হতে হয়েছে যে রাশিয়া তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের প্রচারণায় অন্তর্ঘাত ঘটানোর চেষ্টা করেছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বরাবরই বলে আসছেন তার এ ব্যাপারে কিছুই জানা ছিল না।

রাশিয়াও মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আগাগোড়া অস্বীকার করে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পাকিস্তান-ভারত সংঘাতের মধ্যে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আসিফ-হাসনাতের

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও।...

অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জোবাইদা রহমান

১৭ বছর পর ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সকালে...

বিদ্রোহীদের বাদ দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৩ জনকে...

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেওয়া...