৬ষ্ট শ্রেণীরর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ।

Date:

Share post:

রাজধানীর তেজগাঁও মিউনিটি ্টার আর্শ ্চ বিদ্ালয়ের এক র বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্য চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে গত ১ সপ্তাহ ধরে স্কুলে আলোচনা সমালোচনা চলছে। ওই ছাত্রীর কাছ থেকে মৌখিক অভিযোগ পাার পর পরই আজাফর আলী নামে ওই শিক্ষককে ক্লাস নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয় স্কুল কর্তৃপক্ষ।

অভিযোগ তদন্তে স্কুলের সহকারী প্রধান শিক্ষক রন্টু রঞ্জনকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির আজ তদন্ত প্রতিবেদন দাখিল করার করা রয়েছে। তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে পর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, গত ৬ জুলাই স্কুলের ক্লাস চলাকালীন গণিতের শিক্ষক আজাফর আলী ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর গায়ে হাত দেয়। বিষয়টি ওই ছাত্রী স্কুলের এক মহিলা শিক্ষকের কাছে জানায়। মহিলা শিক্ষক আমাকে জানালে আমি ওই শিক্ষার্থীকে ডেকে বিষয়টি জ্ঞাসা করি। এছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ওই শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্লাস নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

প্রধান শিক্ষক আরো জানান, কমিটিতে একজন নারী সদস্যও রাখা হয়েছে। আজ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। সেই সঙ্গে আজ স্কুলের ম্যানিজিং কমিটির সভাও রাখা হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অভিযুক্ত শিক্ষক আজাফর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্কুল সূত্র জানায়, ২০ থেকে ২৫ বছর ধরে ওই শিক্ষক স্কুলে গণিত বিষয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস নিয়ে আসছিলেন। তার বয়স প্রায় ৫৫ বছর। এর পূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে এমন কোন অভিযোগ না পাওয়া গেলেও প্রথমবারের মতো এই অভিযোগ পাওয়ায় বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে ওই শিক্ষার্থীর অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। এদিকে এ বিষয়ে জানতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষক কর্তৃক ছাত্রীর যৌন হয়রানির বিষয়ে কোন অভিযোগ তারা পাননি। স্কুল কর্তৃপক্ষ থেকেও এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলকে স্বীকৃতিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ, তবে…

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত, তবে তার শর্ত একটাই—ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে...

চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা...

আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের...

ঈদের তারিখ ঘোষণা করল যেসব দেশ

মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই উৎসবকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন বিশ্বব্যাপী...