কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

Date:

Share post:

গাজীপুরের কালিয়াকৈরের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান-সিএনজি মুোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা, মা ও ছেলেসহ ের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বড়চালা এলাকায় এ র্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের ছাবেদ আলী প্রামানিকের ছেলে মো: জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন আক্তার (৩০), তাদের ছেলে মো: হুরাইরা (১২), এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম(৫৫) ও সিএনজি চালক মুক্তার সেন (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কালিয়াকৈরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার ফুাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের পাশে সিটকে পড়ে। ঘটনাস্থলে বাবা জাহিদ ও তার ছেলে হুরায়রা নিহত এবং জাহিদের স্ত্রী ও অপর দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দু’জনকে মৃত ঘোষণা করেন। পরে সাভার এনাম মেডিক্যালে সিএনজি চালক মোক্তার হোসেন চিকিৎসারত অবস্থায় মারা যায়। স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করছে। বাকি তিনজনকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। পরে সাভার এনাম মেডিক্যালে সিএনজি চালক মোক্তার হোসেন চিকিৎসারত অবস্থায় মারা যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ্নান বলেন, ‘নিহত পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (আই) মোহাম্মদ সুরুজ উজ জামান জানান, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের ষ্টা চলছে, পাশাপাশি আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে।’

এদিকে এলাকাবাসীর দাবি, বারবার প্রাণহানির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালিয়াকৈর-মাওনা সড়কে নিরাপত্তা া জোরদারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুতগতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিডব্রেকার, ও ট্রাফিক তদারকি ছাড়া এ পথ যেন মৃত্ ফাঁদে রূপ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় নতুন ভয়ংকর বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে শিশুদের হত্যা করতে এ বোমা দিয়ে হামলা করছে...

শনিবার সকাল পর্যন্ত বাড়ল গোপালগঞ্জের কারফিউ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারীকৃত কারফিউ পরবর্তী নির্দেশ না...

চট্টগ্রামের আনোয়ারায় এক লাখ ইয়াবাসহ আটক এক মহিলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।...

গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত কমিটি

গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির সমাবেশ কেন্দ্রিক সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন...