ডেনমার্কের প্রথম মুসলিম নারী রাজনীতিবিদ ওজলাম সেকিক এবং প্রতিনিয়তই তিনি অনলাইন ট্রলের শিকার হচ্ছেন।
কিন্তু যতই তিনি ঘৃণা বা বিদ্বেষমূলক আচরণের শিকার হোন না কেন, সেসব ব্যক্তিদের সঙ্গে দেখা করে আলাপ করার সিদ্ধান্ত নেন মিস ওজলাম।
মিস ওজলাম বিশ্বাস করেন সামনাসামনি আলাপ-আলোচনায় অনেক ভুল বুঝাবুঝি দূর করা যায়। গত কয়েক বছরে কয়েকশো মানুষের সঙ্গে দেখা করেছেন যারা তাকে ঘৃণামূলক ইমেইল পাঠিয়েছেন। তাদের সঙ্গে তিনি বসেছেন, কফি খেয়েছেন ও আলাপ করেছেন।
তাঁর আহ্বানে বিবিসির এক সাংবাদিক গিয়েছিলেন কিভাবে মিস ওজলাম তাঁর প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তির সঙ্গে আলোচনা করেন।
স্টেফান নামে এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় এই মুসলিম রাজনীতিবিদ, মি: স্টেফান তাঁকে ইমেইলে লিখেছিলেন “আপনি দেশ ছেড়ে চলে যান”।