মুখোমুখী অমিতাভ ও আমির

Date:

Share post:

গত কয়েক দিন ধরেই একেকা নতুন রিত্রের প্রথম ঝক (ফার্স্ট লুক) আসছিল। তাই সবাই অপেক্ষাতে ছিলেন ‘থাগস অব হিন্দোস্তান’ েমার েলার প্রকাশের। গতকাল বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়। সেখানে আমির খান ও অমিতাভ বচ্চনকে দেখা গেল খোমুখী দাঁড়াতে।

আমির খান ও অমিতাভ বচ্চন যে সিনেমায় থাকবেন তাতে দর্শকদের একটা বাড়তি আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। তাই প্রথম ঝলক প্রকাশের ট্রেলার দেখার জন্য ভক্তরা মুখিয়ে ছিলেন। গতকাল যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা যশ চোপড়ার জন্মদিনে প্রকাশিত হয় ট্রেলারটি। ১৭৯৫ সালের হিন্দুস্তানকে দেখানো হয় ট্রেলারে। ব্যাকগ্রাউন্ডে বলা হয়, ইস্ট ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য কিন্তু তারা শাসন করতে শুরু করে। এই শাসন অনেকেই মানতে পারে না। সেই অনেকের মধ্যে একটি নাম ‘আজাদ’।

পর্দায় দেখা যায় ‘থাগ’রূপী অমিতাভ বচ্চনকে। সাগরে ভাসমান ে আক্রমণ করেন ইংরেজদের। ইংরেজের পক্ষের একজন জানতে চাইলে ‘আজাদ’ নামে তাঁর পরিচয় দেওয়া হয়। যদিও প্রথম ঝলকে এই অমিতাভ বচ্চনকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল প্রধান ‘থাগ’ খোদাবক্স রূপে। পরে বোঝা যায়, মুক্তির জন্য লড়াই করা এই দলটির নাম আজাদ। তাই এর প্রতিটি সদস্য আজাদ নামে পরিচিত। এই আক্রমণের মধ্যেই মারদাঙ্গারূপে দেখা মেলে নারী ‘থাগ’ দঙ্গল সিনেমার অভিনেত্রী ফাতিমা সানা শেখের। আক্রমণাত্মক ধনুর্বিদের চরিত্রে তাঁকে দেখা যায়। প্রথম ঝলকে তাঁর দেখা মেলে জাফিরা নামে। এই থাগদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্রিটিশরা। আজাদের মোকাবিলা করতে তারা নিয়োগ দেয় এক ধূর্তকে।

ফিরাঙ্গি নামে আমিরের আগমন ঘটে। তিনি যে ধূর্ত তার প্রমাণ মেলে ব্রিটিশদের কাছে তাঁর পরিচয়ের মাধ্যমে। নিজেকে তিনি ‘বাস্টার্ড’ রূপে পরিচয় দেন। তাঁকে কখনো ব্রিটিশদের নিজস্ব লোক হিসেবে দেখা যায়। কখনো আবার নিজের তরবারি জমা দিয়ে আজাদ দলে যোগ দিতে দেখা যায়। আবার তাঁকেই দেখা যায় আজাদ অমিতাভ বচ্চনের সঙ্গে লড়াই করতে। তাই দর্শক একটু ধন্দে পড়তে পারেন আমিরের চরিত্রটি নিয়ে।

এই রহস্যটুকু রেখে দিয়েছেন পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। রহস্যের জট খুলতে আগামী ৮ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ দিন মুক্তি পাচ্ছে ছবিটি। ও হ্যাঁ, আরেকজনের পরিচয়ই বলা হয়নি। ট্রেলারে দেখা যায় সুন্দরী সুরাইয়া রূপী কে। তবে তাঁর চরিত্রটি ঠিক কী? তা ছবি মুক্তির আগ পর্যন্ত অজানাই থেকে গেল। ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

কবরস্থান কমিটি নিয়ে দ্বন্দ্ব, সভাপতি পদের প্রার্থী দুজনেই বিএনপির সমর্থক

ডেস্ক নিউজ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সঙ্গেও সবাই পরিচিত। কিন্তু এবার পাবনার...

কয়েক মাসে দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড়...

অনলাইনে জাল টাকার অর্ডার, ডেলিভারি দিতে গিয়ে গ্রেফতার ৬

রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ একটি চক্রের ছয়...

সিলেট থেকে মদিনায় হজের প্রথম ফ্লাইট

সিলেট থেকে মদিনার উদ্দেশে গেল হজের প্রথম ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি...