শাওমি প্রতিশ্রুতি না রাখায় ভক্তের মামলা

Date:

Share post:

ভক্তদের বচেয়ে বেি গুরুত্ব দেয় চীনা অ্যাপল খ্যাত শাওমি। স্মার্টফোর বাজারে দারুণ সব ফোন এনে গ্রাহকদের মন জন করেছে চীনা প্রতিষ্ঠানটি। প্রতিটি নতুন ফোন বাজারে ছাড়ার সময় নতুন কিছু দে কথা বলে তারা। এ েত্রে ভক্তদের মতামতকেও প্রাধান্য দেয়। তবে, শাওমির সব ভক্তই যে খুশি তা কিন্তু নয়। সম্প্রতি ‘অভিমান’ থেকে শাওমির এক ভক্ত তার প্রিয় প্রতিষ্ঠানের নামেই মামলা করেছেন। তাঁর অভিযোগ, শাওমি কর্তৃপক্ষ ঠকিয়েছে তাকে। তাঁর ইচ্ছা ছিল-শাওমির সহ-প্রতিষ্ঠাতা লেই জুনের সঙ্গে ডিনার করবেন। এ জন্য শাওমির হয়ে খেটেছেন তিনি। কিন্তু শাওমি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি রাখেনি।

গিজ চায়নার এক প্রতিবেদনে বলা হয়, চীনের হাইডিস ডিসট্রিক্ট কোর্টে করা মামলা করা ওই ব্যক্তির নাম মি. ইয়াং। তাঁর অভিযোগ, ২০১৭ সালের আগস্ট মাসে একটি ছাড়ে শাওমি।

শাওমির প্রতিযোগিতাটি গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলে। প্রতিযোগিতার শর্ত ছিল, ী হতে হলে প্রতিযোগীদের ৩০০ শাওমি এমআই ৫ এক্স, ৩০০ রেডমি নোট ৫এ বা ৪০০ স্মার্টফোন শাওমি রেডমি নোট ৫ এক্স বা ৫এ বিক্রি করতে হবে। পুরস্কার হিসেবে ছিলো শাওমির সিইও ও কো-ফাউন্ডার লেই জুনের সঙ্গে দেখা করার যোগ।

ইয়াং জানিয়েছেন, তিনি প্রতিযোগিতায় জিততে ৫২৩টি রেডমি নোট ৫এ বিক্রি করেছিলেন। পুরস্কার পাওয়ার ব্যাপারে শাওমির সঙ্গে যোগাযোগ করলে শাওমি তাদের শর্ত পূরণে অস্বীকৃতি জানায়। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে, এমআই ভক্ত হিসেবে শাওমির ডিনার বাতিল করার টিতে তিনি আহত হয়েছেন। চুক্তি ভাঙায় শাওমির কাছ থেকে সাড়ে তিন হাজার ডলার ক্ষতি পূরণও চেয়েছেন তিনি। চীনের হাইদিয়ান ডিসট্রিক্ট কোর্ট তার মামলাটি গ্রহণ করেছে। মামলাটি এখন তদন্তাধীন আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইরানের ওপর আবারও আঘাত হানল যুক্তরাষ্ট্র!

টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ...

আফগান সীমান্তে ‘ভারত-সমর্থিত’ ৩০ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তান সীমান্তবর্তী গোলযোগপূর্ণ খাইবার-পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এক...

সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি: জামায়াত আমির

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে...

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবং নতুন আফগান রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে...