ভারতে বুদ্ধিজীবীদের ব্যাপক ধরপাকড়, বিক্ষোভ-নিন্দা

Date:

Share post:

ভারতে বুদ্ধিজীবী ও ানবাধিদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাওবাদী ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ভারতের পাঁচটি শহরে ব্যাপক তল্লাশি লায় পুলিশ। খোঁজ করা হয় নয়জন বুদ্ধিজীবী ও অধিকারকর্মীর। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন ভারতের বুদ্ধিজীবী ও শিক্ষাবিদেরা। তাঁরা বলছেন, এটি এক ধরনের ‘জরুরি অবস্থা’।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তল্লাশি অভিযান ও গ্রেপ্তার চালিয়েছে পুনে পুলিশ। গত জানুয়ারিতে ভিম কোরেগাঁওয়ে দলিত সম্প্রদায় ও ঠার ্চবর্ণের মানুষের মধ্যকার সংঘর্ষের সূত্র টেনে অভিযোগ, এসবে উসকানি দিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। মাওবাদী সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কবি ও মানবাধিকারকর্মী ভারাভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেইরা, গৌতম নাভলাখা ও ভেনন হনজালভেস। দিল্লি, ফরিদাবাদ, গোয়া, মুম্বাই, রাঁচি ও হায়দরাবাদে তল্লাশি চালিয়েছে পুলিশ।

পুলিশ ভারাভারা রাওকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ থেকে। কে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ফরিদাবাদে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন সুধা ভরদ্বাজ। অরুণ ফেরেইরা ও ভেনন গনজালভেসকে যথাক্রমে থানে ও মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৌতম নাভলাখা গৃহবন্দী রয়েছেন।

আনন্দবাজার পত্রিকা বলছে, মারাঠা পেশোয়াদের বিরুদ্ধে জয়কে ‘বিজয় দিবস’ পালন করতে গত ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভিমা কোরেগাঁও এলাকায় গোটা রাজ্য থেকে জমায়েত হন দলিত সম্প্রদায়ের মানুষজন। সেখানেই উচ্চ বর্ণের সঙ্গে দলিতদের সংঘর্ষ হয়। দলিতদের ডাকে মহারাষ্ট্রে বনধ ডাকা হয়। এতে তিন দিন অচল ছিল মহারাষ্ট্র। ওই ঘটনার তদন্তেই এই ধরপাকড় বলে জাছে পুলিশ।

এদিকে বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী, আইনজীবী ও সমাজকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের নাগরিক সমাজ। বিশিষ্ট লেখক রামাচন্দ্র হ এনডিটিভিকে বলেন, ‘অবস্থা এমন দাঁড়িয়েছে, মহাত্মা গান্ধী বেঁচে থাকলে তাঁকেও গ্রেপ্তার করা হতো।’ তাঁর দাবি, এই গ্রেপ্তারের ফলে আদিবাসীদের পক্ষে কথা বলার কেউ রইল না। রামাচন্দ্রের মতে, ভারতে এমন দমনপীড়ন শুরু করেছে কংগ্রেস। বর্তমান সরকার সেই ধারাবাহিকতাই রক্ষা করছে।

বুকার পুরস্কারজয়ী লেখিকা অরুন্ধতী রায় এই গ্রেপ্তারকে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে বলেন, ‘জরুরি অবস্থা ঘোষণার খুব কাছে চলে এসেছে এটি।’ তিনি আরও বলেন, ‘গোরক্ষার নামে যাঁরা গণটুনি দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে এবং উসকানি দিচ্ছে, তাঁদের গ্রেপ্তার করা উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...