জেদি ও একরোখা জয়াকে দেখতে চান?

Date:

Share post:

জেদি, একরোখা ও নাক উঁচু স্বভাবের া আহসানের দেখা পেতে চান—তাহলে ভক্তদের আগামীকাল শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসানের নতুন ছবি ‘ক্রিসক্রস’ কাল ভারতের কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে জয়া ভীষণ জেদি, একরোখা ও নাক উঁচু স্বভাবের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

শুক্রবার নিজের নতুন ছবি মুক্তি উপলক্ষে ভারতের কলকাতায় উড়াল দিচ্ছেন জয়া। কথা প্রসঙ্গে এই অভিনয়শিল্পী বলেন, ‘ইচ্ছে ছিল আরও আগে যাওয়ার। কিন্তু মায়ের অসুস্থতার কারণে যেতে পারিনি। মা এখন সুস্থ, তাই যেতে পারছি।’ জয়া জানান, কলকাতায় ছবি মুক্তির আগে প্রচারণা নিয়ে বেশ তোড়জোড় থাকে। প্রযোা প্রতিষ্ঠান, পরিচালক থেকে শুরু করে অভিনয়শিল্পী সবাই প্রচারণায় ব্যস্ত থাকেন। ক্রিসক্রস ছবির আগেও ভারতে জয়া আহসানের অনেক ছবি মুক্তি পেয়েছে। এসব ছবির বেশির ভাগই জনপ্রিয়তার পাশাপাশি প্রশংসিতও হয়েছে। সবগুলো ছবি মুক্তির আগে প্রচারণা ছিল তুঙ্গে।‘ক্রিসক্রস’ জয়া আহসান সমাজের উচ্চবিত্তের প্রতিনিধি মিস , যিনি জীবনের সব ক্ষেত্রেই সফল, যা করতে চেয়েছেন, করেছেন। বিলাসবল জীবন। গাড়ি-বাড়ি, কিছুরই নেই। তবু এত কিছুর মধ্যেও কোথাও যেন শূন্যতা, চোখের কোণে ক্লান্তি। তবে কি নিঃসঙ্গতার অনুভবই জীবনের পরম সত্য? জয়া আহসান বলেন, ‘একটি শহরের পাঁচটি মেয়ের একই দিনের গল্প। শেষে প্রতিটি গল্পের একটা পরিণতি পায়। এটা অদ্ভুত গঠনের একটা গল্পের ছবি। ছবিতে আমার চরিত্রের অন্য রকম একটা ্রাম আছে। পাঁচটি চরিত্রের মধ্যে ক্রিসক্রস হয়। গল্পের গাঁথুনিটাই এ রকম।’

‘ক্রিসক্রস’ মুক্তি উপলক্ষে কাল শুক্রবার প্রিমিয়ার ের ও করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন জয়া। আগত অতিথিদের সঙ্গে ছবি দেখা শেষ করেই দুটি ছবির ডাবিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন বলে জানালেন। গত মাসের শুরুর দিকে ক্রিসক্রস ছবির টিজার প্রকাশিত হয়। কয়েক দিন আগে প্রকাশিত হয় এ ছবির ট্রেইলার। ‘ক্রিসক্রস’ পাঁচ লড়াকু মেয়ের গল্প। বিরসা দাশগুপ্ত পরিচালিত ক্রিসক্রস ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ। ছবির পাঁচটি চরিত্রের নাম মিস সেন, মেহের, রূপা, ও সুজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার...

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম...

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...